এক নজরে দেখে নিন, বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর সময়সূচী


এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ম্যাচ শুরুর সময়। পূর্ব ঘোষিত ম্যাচ শুরুর সময় থেকে এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে নতুন সময় সূচিতে। বুধবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরিবর্তিত সময় অনুযায়ী, শুক্রবার ছাড়া এখন থেকে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টার পরিবর্তে দুপুর ১টায়। আর শুক্রবারের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার ছাড়া প্রতিদিন শুরু হবে বিকেল পৌনে ৬টায়। আর শুক্রবার শুরু হবে সন্ধ্যা সোয়া ৬টায়।

দ্বিতীয় পর্বকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যে পাড়ি জমিয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। আজ থেকে শুরু হতে যাওয়া এ পর্বে ছয়দিনে মোট ১১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পর্বের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আজ ১৭ নভেম্বর হতে শুরু হতে যাওয়া পর্বটির পর্দা নামবে ২২ নভেম্বর।


বন্দর নগরী চট্টগ্রামে ২০ তারিখ ছাড়া বাকি পাঁচদিন রোজ দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচটি দুপুর দু’টায় এবং রাতের ম্যাচট সন্ধ্যা ৭.০০ মিনিটে অনুষ্ঠিত হবে।

দেখে নিন চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর সময়সূচী-


উল্লেখ্য, বিপিএলের চতুর্থ আসরটি গত ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেদিন আর মাঠে গড়ায়নি কোনো ম্যাচ। এরপর দুই দিন স্থগিত রেখে অবশেষে ৮ নভেম্বর (মঙ্গলবার) মাঠে গড়াই চলতি বিপিএল আসর।

ইতিমধ্যে ১৪ নভেম্বর শেষ হয়েছে ঢাকায় প্রথম পর্বের ১৩টি ম্যাচ। আজ ১৭ নভেম্বর থেকে আসরের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দিন থেকেই পরিবর্তিত সময় কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ