ব্রাজিল ও আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক – প্রায় ৩৩ বছর কেটে গেলো, ইকুয়েডরের রাজধানী কিটোতে এখনো জয়ের মুখ দেখেনি ব্রাজিল। আজ বৃহস্পতিবার রাত ৩টায় (বাংলাদেশ সময়) সেই কিটোতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেকাওরা। ৩৩ বছরের সেই ইকুয়েডর রহস্য কাটাতে পারবেন কি নেইমাররা?

অলিম্পিকে প্রথমবারের মতো ব্রাজিলকে সোনা এনে দেয়া দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন ইকুয়েডরের বিপক্ষে স্কোয়াডে। কিটোতে জয় খরা কাটাতে এই দলের ওপর ভরসা রাখছেন সেলেকাওদের কোচ তিতে। তাই নেইমাররা চাইবেন, নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ব্রাজিলকে জয় এনে দিতে।

অপরদিকে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময়) আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। এই ম্যাচে জয় তুলে নিয়ে চাইবে আর্জেন্টাইনরা। কেননা পয়েন্ট খোঁয়ালে টেবিলের নিচের দিকে চলে যাবে তারা। যে করেই হোক, তাদের জয় চাই-ই-চাই।

ইনজুরি শঙ্কা কাটিয়ে আজ মাঠে নামতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। তাকে নিয়ে আর্জেন্টিনার কোচ এদয়ার্দো বাউজা জানিয়েছেন এমনই। আর্জেন্টিনার দৈনিক ওলেকে বাউজা বলেছেন, ‘সে (মেসি) ঠিক আছে…। আমরা তার যত্ন নিচ্ছি। আমার বিশ্বাস, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলার জন্য তাকে ফিট হিসেবে দেখতে পাবো।’

দলের পাশাপাশি এই ম্যাচে লড়াইটা হবে মেসি ও সুয়ারেজের মধ্যে। কেননা তাদের ব্যক্তিগত লড়াইয়েও চোখ থাকবে ভক্তদের। এটা বলার অপেক্ষা রাখে না যে বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার, মেসি ও সুয়ারেজ।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডকে ৪-৩-৩ ফরম্যাটে সাজাতে পারেন বাউজা। কেননা তারকাখচিত উরুগুয়ের বিপক্ষে চার ডিফেন্ডারকে কাজে লাগাতে চাইবেন আর্জেন্টিনার কোচ। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজকে আটকাতে আলাদা কৌশল অবলম্বন করতে হবে আর্জেন্টিনাকে। কেননা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানি আলভেজ, মিরান্ডা, মারকুইনোস, মার্সেলো, ক্যাসেমিরো, রেনেতো অগুস্তো, পাওলিনহো, উইলিয়ান, নেইমার ও গ্যাব্রেইল।


আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: রোমেরো, রোহো, ফিউনিস মোরি, ওতামান্দি, মারকাদো, মাচেরানো, বানেগা, বিগলিয়া, লামেলা, ডি মারিয়া ও দিবালা/মেসি।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ