‘বিশ্বে সাকিব একজনই হয়’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের বড় ব্যান্ডসাকিব আল হাসান। দলের প্রয়োজনে বল কিংবা ব্যাট হাতে প্রায়ই জ্বলে উঠতে দেখা যায় জাতীয় ক্রিকেট দলের এই মহা তারকাকে। বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব এখন ব্যস্ত সময় পার করছেন ইন্ডিয়ার জনপ্রিয় আসর আইপিএল নিয়ে। বাংলাদেশি আরেক খেলোয়াড় মুস্তাফিজ প্রথম বারের মতো আসরটিতে অংশ নিলেও সাকিব এ নিয়ে চতুর্থবার অংশ নিয়েছেন আইপিএলে।

সম্প্রতি জাতীয় দলের সাবেক খেলোয়াড় এনামুল হক জুনিয়র আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে দেশের প্রথম সারির একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময় শেয়ার করেন সাকিব ইস্যুতে কিছু কথা।

তিনি মনে করেন, ‘কেউ চাইলেই সাকিব হতে পারবেন না। সাকিবকে শুধু অনুকরণ করেও হওয়া যাবে না আরেকজন সাকিব আল হাসান, ‘বিশ্বে সাকিব আল হাসান একজনই। ওর সে রকম অনুশীলনও লাগে না। পুরোই ব্যতিক্রমী এক বোলার। ওর সবকিছু নির্ভর করে মেজাজের ওপর। অনুশীলন করে কেউ হয়তো ওর মতো হতে চেষ্টা করতে পারে। কিন্তু সাকিব একজনই থাকবে।’

দিনে দিনে জাতীয় দলে স্পিনারের সঙ্কট দেখা দিচ্ছে। এছাড়া একটি গ্যাপ তো এরই মধ্যে হয়ে গেছেই। এই রকম চলতে থাকলে বিশাল সমস্যায় পড়বে দল। আর সে জন্যই এনামুল চান স্পিনারদের প্রতি সবার সমর্থন, ‘মাঝে মাঝে মনে হয়, আমরা নিজেরাই বুঝি আমাদের স্পিনারদের দৃশ্যপট থেকে সরিয়ে দিচ্ছি। এভাবে চললে একটা সময়ে আমরা স্পিনার–সংকটে পড়ে যাব। একটা গ্যাপ তো এর মধ্যেই হয়ে গেছে। অনূর্ধ্ব-১৯ বা “এ” দলেও ভালো কোনো স্পিনার নেই। স্পিনাররা ভালো খেললে তাদের যদি ব্যাক করা হয়, অবশ্যই এই সংকট পূরণ করা সম্ভব।’

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ