স্বপ্ন রুপ নিল কাঁন্নায়, বিশ্বকাপ থেকে বিদায় নিল ৭টি দেশ

স্পোর্টস ডেস্ক : আর হবে না দেখা, স্বপ্ন দেখে এসেছিলাম বাংলাদেশের মাটিতে বিশ্বকাপের শিরোপা জয়ের আশায়।
কিন্তু এবার স্বপ্ন ভঙ্গ হয়েছে মোদের। বিদায় নিলাম! ফের দেখা হবে লড়াইয়ের মাঠে। ব্যাট-বলের লড়াইয়ে তো ভুলে যাবার নয় প্রতিপক্ষ বন্ধুরা।
চুপিসারে এমন আওয়াজই যেন বারবার করছে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেয়া দলগুলোর ক্রিকেটাররা।
অবাক হওয়ার কথা দক্ষিণ আফ্রিকাকে দিয়ে। গতবারের চ্যাম্পিয়ন টিমটি এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।
এ গ্রুপ থেকে ছিটকে গেছে স্কটল্যান্ডও। বি গ্রুপ থেকে বাদ পড়েছে আফগানিস্তান ও কানাডা। সি গ্রুপ থেকে বাদ পড়েছে ফিজি।
ডি গ্রুপ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড ও আয়্যারল্যান্ড। সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্যে লড়াই হবে।
এই লড়াইয়ের ফলাফল বলে দেবে যে কোন দল সেরা আটে যাবে। তবে ওই ৭টি দল বিদায় দিয়েছে এবারের আসর থেকে।
শিগগিরই দেশে ফিরবে তারা। গোটা টুর্ণামেন্টে এখন বিদায় নেয়া দেশ গুলোর ক্রিকেটাররা থাকবের কৌতূহলী টিভি দর্শকের ভূমিকায়।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ