পিএসএলে দারুণ বল করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর আজ মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশের টাইগার সাকিব আল হাসান। পিএসএলে সাকিব নিজেদের প্রথম ম্যাচে দারুণ বল করেছেন। শুক্রবার লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে করাচি কিংসের হয়ে বাংলাদেশের সাকিব আল হাসান তার নির্ধারিত ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান একটি উইকেট। সাকিবের শিকার হয়েছেন পাকিস্তান জাতীয় দল ও লাহোর ক্যালেন্ডার্সের অধিনায়ক মোহাম্মদ আজাহার আলি।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাহোরের সংগ্রহ ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান।
স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর আজ মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশের টাইগার সাকিব আল হাসান। পিএসএলে সাকিব নিজেদের প্রথম ম্যাচে দারুণ বল করেছেন।

শুক্রবার লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে করাচি কিংসের হয়ে বাংলাদেশের সাকিব আল হাসান তার নির্ধারিত ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান একটি উইকেট। সাকিবের শিকার হয়েছেন পাকিস্তান জাতীয় দল ও লাহোর ক্যালেন্ডার্সের অধিনায়ক মোহাম্মদ আজাহার আলি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাহোরের সংগ্রহ ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ