সাকিবের তাণ্ডবে উড়ে গেল গেইলের ওয়েস্ট ইন্ডিজ


স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে বিশ্বসেরা মুখ সাকিব আল হাসান। তবে এবার নতুন কিছু দেখতে পেল ক্রিকেট বিশ্ব। আর সেটি হলো নতুন সাকিবের ঝড়ে হাওয়ায় উড়ে গেল ক্রিস গেইলের দেশ ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট বিশ্বের এই নতুন সাকিব যেন বাংলাদেশের সাকিব আল হাসান হতে যাচ্ছেন। নতুন সাকিবকে আবিস্কার করেছে ইংল্যান্ড। বাংলাদেশে এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার জন্য।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়ার মূল নায়ক ইংল্যান্ডের সাকিব। শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৮২ রান করে ইংল্যান্ড।
ভালোই আগাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সাকিব বাধায় ২২১ রানে থেকে যেতে হয় ইংল্যান্ডকে। সাকিব দলের পক্ষে সর্বোচ্চ ৪ টি উইকেট শিকার করে ধস নামান ক্যারিবীয় শিবিরে।
ফলে প্রায় সাত ওভার বাকি থাকতে ৬১ রানে জয় পায় ইংল্যান্ডে। এ জয়ে সি গ্রুপে চ্যাম্পিয়ান হওয়ার দৌঁড়ে এগিয়ে গেল ইংল্যান্ড।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ