আইপিএলের নতুন নিলামে কে কোন দলে দেখে নিন


স্পোর্টস ডেস্ক : আইপিএলের নতুন নিলামে ধোনি-রায়না এতদিনের যুগলবন্দীটাই শেষ!দুজনে একসঙ্গে হলুদ জার্সিতে প্রচুর ম্যাচে জিতিয়েছেন চেন্নাইকে। আইপিএলে সেগুলো এবার ইতিহাসই হয়ে গেল। কারণ, দুজনকে আর কখনও হলুদ জার্সিতে একসঙ্গে দেখা যাবে না। আইপিএলেও আর এক দলে খেলবেন না ধোনি-রায়না। এই প্রথমবার আইপিএলে চেন্নাই বাদে অন্য দলের হয়ে মাঠে নামতে হচ্ছে ধোনিকে। চেন্নাই ও রাজস্থান আইপিএল কেলেঙ্কারির কারণে সাসপেন্ড হওয়ার ধোনি সহ দু'দলের সব খেলোয়াড়কেই নিলামে তোলা হয়। এদিন ধোনিকেই সবচেয়ে প্রথমে ১২.৫ কোটি টাকায় কিনে নিয়েছ পুণে। এছাড়া সেসকল ক্রিকেটার নিলামে উঠে বিক্রি হলেন: ১. মহেন্দ্র সিং ধোনি: পুণের হয়ে খেলবেন, দাম ১২.৫ কোটি। ২. সুরেশ রায়না রাজকোটের হয়ে নামবেন, দাম ১২.৫ কোটি। ৩. অজিঙ্ক রাহানে : পুণের হয়ে খেলবেন, দাম ৯.৫ কোটি। ৪. রবীন্দ্র জাদেজা: রাজকোটের হয়ে খেলবেন, দাম ৯.৫ কোটি। ৫. রবিচন্দ্রণ অশ্বিন: পুণের হয়ে খেলবেন, দাম ৭.৫ কোটি। ৬. ব্রেন্ডন ম্যাককুলাম: রাজকোটের হয়ে খেলবেন, দাম ৭.৫ কোটি। ৭. স্টিভ স্মিথ: পুণের হয়ে খেলবেন, দাম ৫.৫ কোটি। ৮. জেমস ফকনার: রাজকোটের হয়ে খেলবেন, দাম ৫.৫ কোটি। ৯. ফাফ ডু প্লেসি: পুণের হয়ে খেলবেন, দাম ৪ কোটি। ১০. ডোয়েন ব্রাভো: রাজকোটের হয়ে খেলবেন, দাম ৪ কোটি।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ