বরিশাল বুলসকে ভয় পেয়ে যা বললেন মাশরাফি বিন মুর্তজা



স্পোর্টস ডেস্ক : বিপিএল আসরের সর্বশেষ ম্যাচ বলে অনেক প্রশ্নেরই জবাব দিতে হয় মাশরাফি বিন মুর্তজাকে। গেইল বিহীন বরিশাল কেমন আর গেইল ছাড়া কেমন এ নিয়ে কথা বলতে হয় বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ফাইনালের জন্য তিনি ভয় পান বরিশাল বুলসকে। মাশরাফি বিন মুর্তজা বলেন গেইল না থাকলেও বরিশাল বুলস অনেক শক্তিশালী দল। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গেইল দলে থাকার পরেও বরিশাল বুলস টানা দুটি ম্যাচে হেরেছে। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে বরিশাল মোট ৩টি ম্যাচে হেরে যায় সেখানে দুটিরই সাক্ষী ক্রিস গেইল। মাশরাফি বলেন, বরিশাল হয়তো ওই দুটি ম্যাচে গেইল নির্ভর ছিল। কিন্ত এর পরে গেইল ছাড়া বড় রানের টার্গেট টপকে ম্যাচ জিতেছে বরিশাল বুলস। লড়াইয়ের মাঠে নামার আগে মাশরাফি জানান, আমাদের অনেক আগাম প্রস্তুতি রয়েছে। বরিশাল টিমকে মোটেই সহজ প্রতিপক্ষ হিসাবে ধরা যাবে না। আর এই দুই দলের কঠিন লড়াই হবে বলে আগাম জানিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ