গুগল সার্চের শীর্ষে মুস্তাফিজুর রহমান

গুগল সার্চের শীর্ষে  মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক : ১৯ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে পদার্পন করেই নিজের করে নিয়েছেন মুস্তাফিজ। ২২ গজে একের পর এক তাঁক লাগানো রেকর্ড করার পর এবার ২২ গজের বাহিরেও রেকর্ড গড়ে বসলেন তিনি। গুগল সার্চ ইঞ্জিনে ২০১৫ সালে বাংলাদেশ থেকে সববেশি খোঁজা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে। এরপরেই খোঁজা হয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে। গুগল সার্চ ২০১৫ তে বাংলাদেশের ব্যক্তিদের খোঁজার তালিকায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আরও এক বোলার তাসকিন আহমেদ। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একনজরে ২০১৫ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ব্যক্তিদের তালিকা: ১. মুস্তাফিজুর রহমান রহমান ২.এপিজে আব্দুল কালাম ৩.রাধিকা আপতে ৪.তাসকিন আহমেদ ৫.এরিয়েল উইন্টার ৬.রন্ধা রুশি ৭.সায়েম সাদাত  ৮.সানি লিওন ৯.মাশরাফি বিন মর্তুজা ১০.কারিশমা তান্না

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ